মার্কিন বিশেষজ্ঞ থমাস এল ডেভিস বলছে, ভূমিকম্প সংঘটিত হয়েছে বাংলাদেশের সক্রিয় ভূকম্পন অঞ্চলের পশ্চিম ও দক্ষিণের দিকে। যা ভূতাত্ত্বিকদের বিস্মিত করেছে। থমাসের পরামর্শ— বাংলাদেশকে কম খরচে ভবন সংস্কারের প্রচার করতে হবে, জাতীয়ভাবে কম-খরচে রেট্রোফিট নির্দেশিকা প্রকাশ করতে হবে।