আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে
হাওর অধ্যুষিত উপজেলার তাপমাত্রা আজ সকালে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। ছবি: বাসস

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। হাওর অধ্যুষিত এই উপজেলার তাপমাত্রা আজ রোববার সকালে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন সারা দেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাছুম জানান, আজকের তুলনায় আগামীকাল সোমবার শীতের তীব্রতা সামান্য বাড়তে পারে। জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

চলতি মাসজুড়েই শীতের প্রভাব থাকতে পারে বলেও জানান এই কর্মকর্তা।

সম্পর্কিত