চরচা ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের একটি বিশেষজ্ঞ দল। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে তারা বৈঠক করেন।
আট সদস্যের বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুন। বৈঠকে অগ্নিকাণ্ডের তদন্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশের তদন্ত কাজে সব ধরনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তুরস্কের এই সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই সহযোগিতা দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে এবং তদন্তের কাজ দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের একটি বিশেষজ্ঞ দল। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে তারা বৈঠক করেন।
আট সদস্যের বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুন। বৈঠকে অগ্নিকাণ্ডের তদন্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশের তদন্ত কাজে সব ধরনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তুরস্কের এই সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই সহযোগিতা দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে এবং তদন্তের কাজ দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা আরও বলেন, ১৯৭২ সালেও মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধকালীন কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি আইন করা হয়েছিল। তবে সেই আইন ১৯৭২ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা জুলাই গণঅভ্যুত্থানের সংজ্ঞা ও জুলাই সনদকে বিবেচনায় রেখে দায়মুক্তির সময়সীমা শুধুমাত্র জুলাই-আগস্ট মাসের মধ্যেই সীমাবদ্ধ।

জীবদ্দশায় এই কিংবদন্তীর সবচেয়ে বড় অর্জনের ২ টা হলো তার অহিংস প্রতিবাদের ডাকে আমেরিকার সংবিধানে ২৪তম সংশোধনীর অনুমোদন হয় যার মাধ্যমে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকারের ওপর আরোপিত কর বিলুপ্ত করা হয় এবং দ্বিতীয়টি হলো ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইন (Civil Rights Act) পাস করা হয়।