চরচা প্রতিবেদক

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। আজ শুক্রবার দুপুরে র্যাবের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়ীবাধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন–ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি (৫৫), শাকির আহম্মেদ সুমন ওরফে হকি সুমন (৪৫) এবং গোলাম মোস্তাফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি (৪৫)।
কমান্ডার জানান, গ্রেপ্তারের পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ১টি ম্যাগাজিন ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকায় অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। আজ শুক্রবার দুপুরে র্যাবের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়ীবাধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন–ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি (৫৫), শাকির আহম্মেদ সুমন ওরফে হকি সুমন (৪৫) এবং গোলাম মোস্তাফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি (৪৫)।
কমান্ডার জানান, গ্রেপ্তারের পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ১টি ম্যাগাজিন ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকায় অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।