
গত ৭ ডিসেম্বর রাজধানীর মালিবাগ এলাকা থেকে সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে কানাডার সরকার। সেইসঙ্গে বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নামও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

দুই নেতার এই আলোচনা নিয়ে মোদি বলেন, ‘‘সন্ত্রাসবাদ দূর করতে ভারত ও রাশিয়া দীর্ঘদিন ধরেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। সেটা পেহেলগামে সন্ত্রাসী হামলা হোক কিংবা ক্রোকাস সিটি হলে কাপুরুষের মতো হামলা হোক। ভারত মনে করে, সন্ত্রাসবাদ নির্মূল করতেই হবে।’’

“এখন পুলিশ–র্যাব–সেনাবাহিনী সব আমার পকেটে। আমার ইশারায় অভিযান হয়, আমিই জেনেভা ক্যাম্পের সুলতান।” কথাটা রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের অঘোষিত ‘সুলতান’ পিচ্চি রাজার। কে এই পিচ্চি রাজা, যিনি আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স থেকে নিজেকে ‘সুলতান’ ঘোষণার মতো সদম্ভ ভাষ্য দিতে পারেন?

নাম প্রকাশ না করা একজন ভারতীয় বিশেষজ্ঞ এই হামলার প্লটকারীদের আল-কায়েদা এবং জইশ-ই-মোহাম্মদ উভয়ের সঙ্গে কথিত যোগসূত্র সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। কারণ এই দুটি দলের আদর্শ আলাদা। তিনি বলেন, আল-কায়েদা ভারতে দীর্ঘদিন ধরে অস্তিত্বহীন। জইশ-ই-মোহাম্মদ আল-কায়েদাকে সহযোগী নয় বরং প্রতিযোগী হিসেবে দেখে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন শফিকুল আলম। তিনি বলেন, ‘‘শেখ হাসিনার ব্যাপারে সবাইকে স্পষ্ট বক্তব্য দিতে হবে। শেখ হাসিনা আজকেও বলেছেন, জুলাইয়ের আন্দোলনকারী সবাই সন্ত্রাসী। ১৮ কোটি মানুষকে সন্ত্রাসী বলে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ।