চরচা প্রতিবেদক


বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে রয়টার্স, বিবিসি, আল জাজিরা, দ্য গার্ডিয়ান ও এনডিটিভিসহ বিশ্বের শীর্ষ গণমাধ্যম।

নির্বাচনী রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন এক অনন্য নাম, যিনি কখনোই জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হননি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বারবার নির্বাচনে অংশ নিয়ে নিরঙ্কুশ বিজয় তাঁর জনপ্রিয়তার প্রমাণ দেয়। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে তার এই ধারাবাহিক সাফল্য আজও আলোচনার কেন্দ্রে।