এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে-কোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।
চূড়ান্ত তালিকা অনুযায়ী বগুড়া-৭ এবং দিনাজপুর-৩, ফেনী-১ আসন থেকে এবার সংসদ নির্বাচনে লড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বগুড়া–৬ আসন থেকে লড়বেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান জানান, ৩০০ আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে। দল যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে, তার পক্ষেই সকল নেতা–কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।