
১৯৯৭ সালে ব্রিটেন যখন হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয় তখন তাদের ৫০ বছর স্বায়ত্ত্বশাসনের অধিকার দিয়েছিল চীন। ২০৪৭ সালে সেই ব্যবস্থার অবসান হবে। হংকং পুরোপুরি হয়ে যাবে চীনের অধীনে। তখন হংকং হবে শুধুই চীনের একটি প্রদেশ।

ওজন কমালেই মিলবে অর্থ পুরস্কার! চীনের শেনজেনভিত্তিক প্রযুক্তি কোম্পানি আরাশি ভিশন তার কর্মীদের স্বাস্থ্যকর জীবনধারায় উৎসাহিত করতে ‘মিলিয়ন ইউয়ান ওয়েট লুজ চ্যালেঞ্জ’ আয়োজন করেছে।