
বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই তথ্য এমন সময় সামনে এলো, যখন বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রাশিয়ার আগ্রাসনের হুমকির কারণ দেখিয়ে ল্যান্ডমাইন নিষিদ্ধকরণ চুক্তি থেকে সরে আসার পদক্ষেপ নিচ্ছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

গবেষণায় বলা হয়, বাংলাদেশ যে ভূমির ওপরে গড়ে উঠেছে, তা ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে সরছে। এই সরে যাওয়ার হার বছরে দু’ইঞ্চি। বাংলাদেশের টেকটোনিক প্লেট মিয়ানমারে থাকা প্লেটের সঙ্গে ধাক্কাও খাচ্ছে। তার ফলে মাঝেমধ্যে হচ্ছে ভূমিকম্প।

পররাষ্ট্র উপদেষ্টা বঙ্গোপসাগরীয় অঞ্চলের গুরুত্ব বর্ণনা করে বলেন, “বঙ্গোপসাগর অঞ্চল একটি কৌশলগত কেন্দ্রে পরিণত হচ্ছে এবং বাংলাদেশ নিছক নিষ্ক্রিয় করিডোর না হয়ে একটি আত্মবিশ্বাসী অভিনেতা হতে চায়।”

বিগত দিনগুলোতে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক করার সময় বাংলাদেশের সব সরকার যেভাবে বিষয়গুলো মুখ্যত অর্থনৈতিক চোখ দিয়ে দেখেছে তেমনি ভারত ও আমেরিকার সঙ্গে সম্পর্কেও পারস্পরিক জাতীয় স্বার্থের আলোকে সাজানো দরকার।

২০১৭ সাল থেকে প্রতি বছরই প্রস্তাবটি গ্রহণ করা হচ্ছে। তবে গত আট বছরে বাস্তুচ্যুত জনগোষ্ঠীটির প্রত্যাবাসনের জন্য কোন কার্যকর অগ্রগতি হয়নি বলে হতাশা প্রকাশ করে প্রতিনিধি দলটি।

দেশভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের এবারের স্কোর ১৯ দশমিক ২। এই নম্বর নিয়ে ১২৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৫তম। গত বছর বাংলাদেশর মোট নম্বর ছিল ১৯ দশমিক ৪।

মিয়ানমারে এ বছর হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যা বিদ্রোহীদের মনোবল ভেঙে দিয়েছে। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (অ্যাকলেড) জ্যেষ্ঠ বিশ্লেষক এবং সশস্ত্র সংঘাতের তথ্য সংগ্রহে বিশেষজ্ঞ সু মন বিবিসিকে বলেন, ড্রোন হামলা বিদ্রোহীদের পিছু হটতে বাধ্য করেছে।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা রোহিঙ্গা নীতিতেও প্রভাব ফেলছে। ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে আগামী বছর নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে। এদিকে বাংলাদেশের রাজনীতিবিদরা বলছেন,রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই সমাধান।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা রোহিঙ্গা নীতিতেও প্রভাব ফেলছে। ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে আগামী বছর নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে। এদিকে বাংলাদেশের রাজনীতিবিদরা বলছেন,রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই সমাধান।