ইরানজুড়ে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ, ইন্টারনেট ব্ল্যাকআউট

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানজুড়ে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ, ইন্টারনেট ব্ল্যাকআউট

ইরানজুড়ে চলমান অস্থিরতার মধ্যে তেহরান ও অন্যান্য শহরে বিক্ষোভকারীদের বড়সড় মিছিল হয়েছে বলে অনলাইনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে। দেশটিতে ক্ষমতাসীনদের বিরোধীদের এমন শক্তি প্রদর্শন গত কয়েক বছর দেখা যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তেহরান ও মাশহাদে হওয়া বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরাপত্তা বাহিনী বাধাও দেয়নি।

পরে দেশটির ওপর নজর রাখা একটি গোষ্ঠী ইরানজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের খবর দিয়েছে।

ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদেরকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনিকে উৎখাত করে রেজা পাহলভিকে ফিরিয়ে আনার পক্ষে স্লোগান দিতে দেখা গেছে। এর আগে ইরানের প্রয়াত সাবেক শাহের ছেলে পাহলভি সম্প্রতি তার সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন।

অস্থিরতার মধ্যে ৫ শিশুসহ অন্তত ৩৪ বিক্ষোভকারী ও ৮ নিরাপত্তারক্ষী নিহত এবং ২ হাজার ২৭০ বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

তবে নরওয়েভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বলছে, নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৪৫ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৮টি শিশুও রয়েছে।

সম্পর্কিত