কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের দাবিতে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।
একই দিনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল দায়ের করেছেন হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপন করা স্থায়ী আপিল বুথে উভয় পক্ষ তাদের আপিল ও আবেদন জমা দেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই দুই পক্ষ প্রয়োজনীয় আপিল ও আবেদন দাখিল করেছে।
যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আপিল কর্তৃপক্ষ এসব বিষয়ে শুনানি গ্রহণ করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।