মিরপুরে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের নির্দেশ প্রধান উপদেষ্টার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মিরপুরে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের নির্দেশ প্রধান উপদেষ্টার
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতীকী ছবি: চরচা

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এই শোকের সময়ে তাদের পরিবারের পাশে আছি।”

প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেন।

গতকাল মঙ্গলবার দুপুরে রাসায়নিকের গুদামে আগুন লাগার পর চারদিকে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত আক্রান্ত হন পাশের চারতলা একটি পোশাক কারখানার ভবনটির কর্মীরা।

ওই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সম্পর্কিত