ময়মনসিংহে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা প্রধান উপদেষ্টার

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ময়মনসিংহে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ময়মনসিংহে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

সন্ত্রাস ও সহিংসতার বিষয়ে বিবৃতিতে বলা হয়, আপনারা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। সন্ত্রাসের মুখেও আপনাদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে। সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। আমরা আপনাদের পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দিচ্ছি।”

এ ছাড়া দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজের সাংবাদিকদের পাশে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।

আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয় বরং এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার বলে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সম্পর্কিত