
এক টেলিভিশন অনুষ্ঠানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন, আমেরিকা যাই করুক না কেন, যেভাবে বা যেখানেই করুক না কেন, ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না। ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী মোতায়েন এবং নতুন সন্ত্রাসবাদী তকমা আরোপের পরই তার এই মন্তব্য সামনে এল।

স্টুডেন্ট ডে উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় মাদুরো যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে ভেনেজুয়েলার শিক্ষার্থীদের ঐক্যের ডাক দেন, যুদ্ধবিরোধী অবস্থান জোরদারের আহ্বান জানান। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে।