
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়ে। আগের হৃদরোগের সঙ্গে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে যায়। ফলে শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। বর্তমানে খালেদা জিয়া দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন বলেন, ‘‘ম্যাডামের নিউমোনিয়া হয়েছে। চিকিৎসা চলছে। নিউমোনিয়া ছাড়াও মাল্টি ডিজিস জটিলতা কিছুটা বেড়েছে। বয়েসের কারণে চাইলেও সব চিকিৎসা একসঙ্গে নেওয়া যাচ্ছে না

তার হার্টের সমস্যা আগে থেকেই ছিল। তার হার্টে পারমানেন্ট পেস-মেকার আছে এবং হার্টে ওনার স্ট্যান্ডিং করা হয়েছিল, রিং পরানো হয়েছিল তারপরেও তার মাইট্রোস্টেনোসিস নামে একটা কন্ডিশন আছে সেজন্য চেস্টে হওয়াতে তার একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে তার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল

নিয়মিত দাঁত ব্রাশ করা মুখের যত্নের একটি অপরিহার্য অংশ। দাঁতের যত্নে যেমন নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, তেমনি দিনে দুবার ব্রাশ করাও জরুরি।

অনেকেই ঘুমের মধ্যে কথা বলেন।গবেষণা বলছে, প্রতি ৩ জন মানুষের ২ জনই ঘুমের মধ্যে কথা বলেন। কেউ পুরো বাক্য বলেন, আবার অনেকে ভাঙা ভাঙা শব্দও বলেন।

অনেক প্যারাসোমনিয়া বা ঘুমজনিত সমস্যার মূল কারণ ঘুমের ব্যাঘাত। তাই ঘুমের মধ্যে কথা বলা কমানোর সবচেয়ে ভালো উপায় হলো ঘুমের মান উন্নত করা এবং যতটা সম্ভব বিঘ্ন কমানো।

শিশুর চাচা জাকির জানান, ভূমিকম্পের সময় তারা বাবা-ছেলে বাসায় ছিলেন। ওই সময় বাসার দেয়াল চাপা পড়ে বাবা এবং ছেলে গুরুতর আহত হয়। পরে প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক শিশু ওমরকে মৃত ঘোষণা করেন।

দেশগুলোকে আগামী ২৫ বছর তাদের স্বাস্থ্যের ডেটা দিতে হবে। বিশেষ করে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস ও জীবাণুর ক্ষেত্রে আমেরিকাকে তথ্য দিতে বাধ্য থাকবে এসব দেশ। পরবর্তী মহামারি রুখতেই এই পথে হাঁটছে মার্কিন প্রশাসন–এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

দেশগুলোকে আগামী ২৫ বছর তাদের স্বাস্থ্যের ডেটা দিতে হবে। বিশেষ করে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস ও জীবাণুর ক্ষেত্রে আমেরিকাকে তথ্য দিতে বাধ্য থাকবে এসব দেশ। পরবর্তী মহামারি রুখতেই এই পথে হাঁটছে মার্কিন প্রশাসন–এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

চর্মরোগ বিশেষজ্ঞ ড. প্যাট্রিক জিটো বলেন, “এই ধরনের আঁচিল দেখতে নিরীহ মনে হলেও অনেক সময় এর নিচে ক্যানসারের কোষ তৈরি হয়। তাই এমন কিছু দেখা গেলে পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।”

চর্মরোগ বিশেষজ্ঞ ড. প্যাট্রিক জিটো বলেন, “এই ধরনের আঁচিল দেখতে নিরীহ মনে হলেও অনেক সময় এর নিচে ক্যানসারের কোষ তৈরি হয়। তাই এমন কিছু দেখা গেলে পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।”

ডা. আগরওয়াল বলেন, ‘’যদি কেউ নিয়মিত দুপুর পর্যন্ত ঘুমান এবং তারপরও সারাদিন ক্লান্ত থাকে বা মনোযোগ দিতে না পারে, তবে এটি ‘হাইপারসমনিয়া’ নামের ঘুমজনিত সমস্যা হতে পারে। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।”

ডা. আগরওয়াল বলেন, ‘’যদি কেউ নিয়মিত দুপুর পর্যন্ত ঘুমান এবং তারপরও সারাদিন ক্লান্ত থাকে বা মনোযোগ দিতে না পারে, তবে এটি ‘হাইপারসমনিয়া’ নামের ঘুমজনিত সমস্যা হতে পারে। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।”