
বঙ্গমুলুকে শিক্ষার আরেক নাম শাস্তিও সম্ভবত। না হলে, আমরা কি আর সাধে বলি যে, এবার তাকে একটা শিক্ষা দিতে হবে। ভাবা যায়! কাউকে একহাত নেওয়া বা কাউকে সাজা দেওয়া অর্থে শিক্ষার এমন ব্যবহার আমাদের এখানে এমন প্রবলভাবে আছে যে, শিক্ষার পাশ ঘেঁষতেও একটু ভয় পেতে হয় বৈকি।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। নির্বাচন যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং সবার অংশগ্রহণে সম্পন্ন হয়, সে জন্য সামরিক বাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন।”

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নজিরবিহীন ঘটনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগেই এই রায়।

ইকোনমিস্টের নিবন্ধ
শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতায় থেকে তিনি ক্রমশ আরও স্বৈরাচারী হয়ে উঠেছিলেন। দুর্বল করে দিয়েছিলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আর নিঃশেষ করছিলেন দেশের রিজার্ভ। তার পতনে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহলে গণতন্ত্রের বিজয় উদযাপিত হয়। সবাই আশা করেছিল, শেখ হাসিনার পতন দেশকে নতুন পথে নিয়ে যাবে।

অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয় স্নিগ্ধকে।

যে সমস্ত জুলাই যোদ্ধা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং বেআইনি ভাবে সরকারের অর্থ আত্মসাত করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভারত অস্থিতিশীল দেশগুলোর মধ্যে ঘেরা। এরমধ্যে চারটি দেশ-বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটের কারণে আইএমএফ থেকে আর্থিক সহায়তা নিচ্ছে। আফগানিস্তান ও মিয়ানমার ব্যর্থ বা প্রায়-ব্যর্থ রাষ্ট্র। চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের ভূখণ্ডগত বিরোধ রয়েছে এবং এই দুই দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে।

বাংলাদেশের সামনের পথটি চ্যালেঞ্জে পরিপূর্ণ। গত জুলাইয়ে যে আশা জ্বলে উঠেছিল, তা হয়তো নিভে গেছে, কিন্তু ধ্বংস হয়ে যায়নি।

বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলো যেসব দাবিতে আন্দোলনের কর্মসূচি দিয়েছে, সেসব নিয়ে তারা সরকারের সঙ্গে আলোচনাও অব্যাহত রেখেছে। অনেকে বলেন, সরকারকে চাপে রাখতে এটি করা হয়েছে। এখন বিএনপিসহ অন্যান্য দলও যদি তাদের দাবি নিয়ে একইভাবে রাস্তায় নামে তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে?

বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলো যেসব দাবিতে আন্দোলনের কর্মসূচি দিয়েছে, সেসব নিয়ে তারা সরকারের সঙ্গে আলোচনাও অব্যাহত রেখেছে। অনেকে বলেন, সরকারকে চাপে রাখতে এটি করা হয়েছে। এখন বিএনপিসহ অন্যান্য দলও যদি তাদের দাবি নিয়ে একইভাবে রাস্তায় নামে তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে?

এএফপির বিশ্লেষণ
যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মতে, কিছু পক্ষ হয়তো নির্বাচন পেছানোর স্বার্থে কাজ করছে। রাজনীতির দৈনন্দিন কর্মকাণ্ড থেকে ইউনূসের ব্যক্তিগত দূরত্ব এবং সেনা হস্তক্ষেপ নিয়ে জল্পনা অনিশ্চয়তা বাড়িয়েছে।

এএফপির বিশ্লেষণ
যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মতে, কিছু পক্ষ হয়তো নির্বাচন পেছানোর স্বার্থে কাজ করছে। রাজনীতির দৈনন্দিন কর্মকাণ্ড থেকে ইউনূসের ব্যক্তিগত দূরত্ব এবং সেনা হস্তক্ষেপ নিয়ে জল্পনা অনিশ্চয়তা বাড়িয়েছে।

নেপালের জেন-জি'দের বিক্ষোভে নিহতদের স্বজনেরা জানিয়েছেন, শহীদ স্বীকৃতি, রাষ্ট্রীয় মর্যাদা এবং সচিব পর্যায়ের পেনশন না দেওয়া পর্যন্ত তাঁরা প্রিয়জনদের মরদেহ গ্রহণ করবেন না। আহতদের সঙ্গে মিলিত হয়ে তাঁরা একটি সংগ্রাম কমিটি গঠন করেছে।

নেপালের জেন-জি'দের বিক্ষোভে নিহতদের স্বজনেরা জানিয়েছেন, শহীদ স্বীকৃতি, রাষ্ট্রীয় মর্যাদা এবং সচিব পর্যায়ের পেনশন না দেওয়া পর্যন্ত তাঁরা প্রিয়জনদের মরদেহ গ্রহণ করবেন না। আহতদের সঙ্গে মিলিত হয়ে তাঁরা একটি সংগ্রাম কমিটি গঠন করেছে।