আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, তিন ক্রিকেটারসহ নিহত ৮

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, তিন ক্রিকেটারসহ নিহত ৮
পাকিস্তানে বিমান হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার। ছবি: এক্স থেকে নেওয়া

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটারসহ আটজন নিহত হয়েছেন।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহত ক্রিকেটাররা হলেন- কবির, সিবগাতুল্লাহ ও হারুন।

এক্সে এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় এক প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে পাকিস্তানি বিমান হামলায় স্থানীয় তিনজন ক্রিকেটার প্রাণ হারিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, “তিন ক্রিকেটারের মৃত্যু আমাদের জন্য গভীর শোকের বিষয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করছে।”

আফগান সংবাদমাধ্যম খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গভীর রাতে পাকতিকা প্রদেশের উরগুন ও বারমাল এলাকায় পাকিস্তানি বিমান হামলার ঘটনা ঘটে। আফগান তালেবান সরকারের জাতীয় রেডিও ও টেলিভিশনও হামলার খবর নিশ্চিত করেছে।

এই ঘটনার আগে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছিলেন যে, আফগানিস্তান ও পাকিস্তান অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে পৌঁছেছে। উসকানি না দিলে আফগানিস্তান আর কোনো হামলা করবে না।

তবে সেই যুদ্ধবিরতি কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে যায়। হামলার পর আফগান সেনারা সীমান্ত এলাকায় পাল্টা আক্রমণ শুরু করেছে বলে নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ সংঘাত অব্যাহত থাকলে দুই দেশের সীমান্তে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারে।

সম্পর্কিত