প্রশিক্ষণের সময় রাইফেলের গুলিতে টিআরসি আহত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
প্রশিক্ষণের সময় রাইফেলের গুলিতে টিআরসি আহত
ফাইল ছবি

টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) ফায়ারিং বাটে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন মাসুম নামের এক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)। আজ সোমবার সকালে ফায়ারিং প্রশিক্ষণের সময় এ ঘটনা ঘটে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মারুফ আব্দুল্লাহ ও এসআই তৌফিক নিশ্চিত করেছেন, পরীক্ষা চলাকালে হঠাৎ একটি চায়না রাইফেলের গুলি মাসুমের পিঠের বাম পাশের কাঁধে গিয়ে বিদ্ধ হয়।

গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হলে র‍্যাবের হেলিকপ্টারে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে পাঠানো হয়।

মাসুমের টিআরসি নম্বর ২৬৫২০৪। তিনি মহেড়া পিটিসিতে প্রশিক্ষণরত ছিলেন বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে।

সম্পর্কিত