চরচা প্রতিবেদক

নিজেদের রাজনৈতিক দল ‘আমজনতা দলের’ নিবন্ধনের দাবিতে দুদিন ধরে অনশন করছেন দলটির সদস্য সচিব তারেক রহমান।
গতকাল মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া অনশন আজ বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের ব্রিফিংয়ের পর প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, “আমাদের দলের নিবন্ধন হয়নি বলে এখানে অনশনে বসেছি। এখন আমরা কোর্টে যাব না কী করবো জানি না, মাথা কাজ করে না। উনারা (ইসি) কী চায় আমাদের বলেও না, আমরা বুঝিও না। এদের কাছে গেলে পিএস দিয়ে বিদায় করে দেয়। বলে যে, স্যার নিবন্ধন নিয়ে কোনো কথা বলবে না।”
ইসির সকল শর্ত পূরণের চেষ্টা করা হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, “আমাদের যেই শর্তগুলো দিয়েছে, আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে পূরণ করার জন্য। কিন্তু আমরাতো ছোট দল, এত টাকা কই পাব? আমাদের টিনের ঘর, বেড়ার ঘর পছন্দ হচ্ছে না তাদের। তো এই আরকি, রিজেক্ট করল।”
তারেক রহমান বলেন, “ডেসটিনি কবে থেকে রাজনীতি করে, বলেন? জেল থেকে এসে আবার যেন জেলে যেতে না হয় সেজন্য দল খুলেছে। তাকে নিবন্ধন দিয়েছে। আমরা রাজনীতিটা করি, কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না। আমাদের তো টাকা নাই। ডেসটিনি কোম্পানিকে নিবন্ধনের তালিকায় নাম লিখছে, এইটাই এদের কোয়ালিটি। এমএলএম ব্যবসায়ীদের সাথে এদের যোগসাজশ।”
এভাব কতদিন থাকবেন ও পরবর্তী পদক্ষেপ কী এই বিষয়ে তারেক বলেন, “আছি এখানে। আর কোনো পদক্ষেপ নাই। অনশনে আছি, যতক্ষণ সমাধান না হচ্ছে। যতক্ষণ দম আছে।”

নিজেদের রাজনৈতিক দল ‘আমজনতা দলের’ নিবন্ধনের দাবিতে দুদিন ধরে অনশন করছেন দলটির সদস্য সচিব তারেক রহমান।
গতকাল মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া অনশন আজ বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের ব্রিফিংয়ের পর প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, “আমাদের দলের নিবন্ধন হয়নি বলে এখানে অনশনে বসেছি। এখন আমরা কোর্টে যাব না কী করবো জানি না, মাথা কাজ করে না। উনারা (ইসি) কী চায় আমাদের বলেও না, আমরা বুঝিও না। এদের কাছে গেলে পিএস দিয়ে বিদায় করে দেয়। বলে যে, স্যার নিবন্ধন নিয়ে কোনো কথা বলবে না।”
ইসির সকল শর্ত পূরণের চেষ্টা করা হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, “আমাদের যেই শর্তগুলো দিয়েছে, আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে পূরণ করার জন্য। কিন্তু আমরাতো ছোট দল, এত টাকা কই পাব? আমাদের টিনের ঘর, বেড়ার ঘর পছন্দ হচ্ছে না তাদের। তো এই আরকি, রিজেক্ট করল।”
তারেক রহমান বলেন, “ডেসটিনি কবে থেকে রাজনীতি করে, বলেন? জেল থেকে এসে আবার যেন জেলে যেতে না হয় সেজন্য দল খুলেছে। তাকে নিবন্ধন দিয়েছে। আমরা রাজনীতিটা করি, কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না। আমাদের তো টাকা নাই। ডেসটিনি কোম্পানিকে নিবন্ধনের তালিকায় নাম লিখছে, এইটাই এদের কোয়ালিটি। এমএলএম ব্যবসায়ীদের সাথে এদের যোগসাজশ।”
এভাব কতদিন থাকবেন ও পরবর্তী পদক্ষেপ কী এই বিষয়ে তারেক বলেন, “আছি এখানে। আর কোনো পদক্ষেপ নাই। অনশনে আছি, যতক্ষণ সমাধান না হচ্ছে। যতক্ষণ দম আছে।”