‘৬ মাসের বকেয়া বেতনের’ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করছেন দ্য বাংলাদেশ পোস্ট-এর সাবেক কর্মী আহম্মেদ মুন্নী। ১৬ ডিসেম্বর (২০২৫) তিনি কর্মসূচি শুরু করেছেন, আজ দ্বিতীয় দিন।
“আমরা রাজনীতিটা করি, কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না। আমাদের তো টাকা নাই। ডেসটিনি কোম্পানিকে নিবন্ধনের তালিকায় নাম লিখছে, এইটাই এদের কোয়ালিটি। এমএলএম ব্যবসায়ীদের সাথে এদের যোগসাজশ।”