
আখতার আহমেদ বলেন, “আমরা তিনটা দলের সঠিকতা পেয়েছি এবং সে তিনটা দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিশন মনে করেছে যে এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারে।”

নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট গত ১৯ মার্চ রায় দেয়। সেই রায়ের পরিপ্রেক্ষিতে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জাগপার নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এনসিপির নিবন্ধন হলে শাপলার মাধ্যমেই হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। নিবন্ধন না হলে এনসিপি নির্বাচনেও যাবে না।”