গ্রিনল্যান্ডবাসীকে ঘুষ দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের!

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
গ্রিনল্যান্ডবাসীকে ঘুষ দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের!
গ্রিনল্যান্ড। ছবি: রয়টার্স

আমেরিকার সঙ্গে যুক্ত হওয়ার বিনিময়ে গ্রিনল্যান্ডের বাসিন্দাদের ১ লাখ ডলার পর্যন্ত দেওয়ার প্রস্তাব নিয়ে ভাবছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, গ্রিনল্যান্ডের প্রায় ৫৭ হাজার বাসিন্দার প্রত্যেককে ১০ হাজার থেকে শুরু করে ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত দেওয়ার কথা ভাবা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, পেমেন্টের সঠিক পরিমাণ বা এটি কীভাবে দেওয়া হবে–সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে জনপ্রতি ১০ হাজার থেকে ১ লাখ ডলার দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দুজন এই আলোচনার কথা জানিয়েছেন।

ডেনমার্কের অধীনস্থ গ্রিনল্যান্ডের বাসিন্দাদের সরাসরি পেমেন্টের এই পরিকল্পনাটির একটি ব্যাখ্যা হতে পারে। আমেরিকা ৫৬ হাজার মানুষের এই দ্বীপটিকে ‘কেনার’ চেষ্টা করছে। যদিও ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এবং গ্রিনল্যান্ডের রাজধানী নূক-এর কর্তৃপক্ষ বারবার বলে আসছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।

প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াইট হাউসে গ্রিনল্যান্ড দখলের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। এসব আলোচনায় মার্কিন সামরিক বাহিনী ব্যবহারের সম্ভাবনাও উঠে এসেছে।

তবে এই কৌশলটির ঝুঁকিও রয়েছে। কারণ এ ধরনের প্রস্তাব ব্যবসায়িক বা লেনদেনমূলক হওয়ায় গ্রিনল্যান্ডের জনগণের জন্য অপমানজনক হতে পারে।

সম্পর্কিত