লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুদের প্রতিবাদ সমাবেশে খালিস্তানিদের বাধা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুদের প্রতিবাদ সমাবেশে খালিস্তানিদের বাধা
ছবি: এনডিটিভি

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের সামনে হিন্দু সম্প্রদায়ের একটি প্রতিবাদ সমাবেশে বাধা দিয়েছে খালিস্তানপন্থিরা। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য অন্যান্য সংখ্যালঘুদের ওপর সহিংসতার প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর সহিংসতা চলছে—এমন অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল ব্রিটেনে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মানুষজন।

এই সমাবেশ চলাকালীন খালিস্তানপন্থি একটি গোষ্ঠী ভারতবিরোধী স্লোগান দেয় এবং খালিস্তানের পতাকা দেখায়।

ইউকে ইনসাইট গ্রুপের মানু খাজুরিয়া বলেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা ও তাদের সঙ্গে সম্প্রীতি প্রকাশে খালিস্তানি উগ্রপন্থিদের বাধায় আমি হতবাক।”

এই সমাবেশে ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাস (২৭) হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

দিপু চন্দ্র দাসকে ধর্ম নিয়ে কটূক্তির জের ধরে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ রাস্তায় নিয়ে গাছে ঝুলিয়ে পোড়ানো হয়।

এর আগে, এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা সম্প্রতি একজন হিন্দু যুবকের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং আশা করি যে, অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।” তিনি আরও জানিয়েছিলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তারা অবগত এবং সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রসঙ্গত, ভারতের শিখদের আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নাম-খালিস্তান মুভমেন্ট বা খালিস্তান আন্দোলন। বিবিসি বলছে, ভারত খালিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে শক্তভাবে। মূলধারার সব রাজনৈতিক দল, এমনকি পাঞ্জাবের দলগুলোও সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদের বিরোধিতা করেছে।

সম্পর্কিত