চরচা ডেস্ক

সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে কানাডার সরকার। সেইসঙ্গে বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নামও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। খবর তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, এসব সিদ্ধান্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেশের স্থিতিশীলতা বাড়াতে, অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়তে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী উদ্যোগে কাজ করতে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিরিয়ার গৃহযুদ্ধে হায়াত তাহরির আল-শাম ছিল সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি। এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, “সিরিয়া সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের উদ্যোগকে স্বাগত জানায় কানাডা। অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে সিরিয়ার জনগণের পাশে আছে কানাডা।”

সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে কানাডার সরকার। সেইসঙ্গে বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নামও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। খবর তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, এসব সিদ্ধান্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেশের স্থিতিশীলতা বাড়াতে, অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়তে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী উদ্যোগে কাজ করতে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিরিয়ার গৃহযুদ্ধে হায়াত তাহরির আল-শাম ছিল সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি। এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, “সিরিয়া সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের উদ্যোগকে স্বাগত জানায় কানাডা। অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে সিরিয়ার জনগণের পাশে আছে কানাডা।”