আসামে পরপর দুইবার ভূমিকম্প, কাঁপল সিলেটও

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আসামে পরপর দুইবার ভূমিকম্প, কাঁপল সিলেটও
ভূমিকম্প। ছবি: চরচা

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যে।

তিনি বলেন, ‘‘ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল ভূমিকম্পের কেন্দ্রের খুব কাছাকাছি হওয়ায় এখানে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।’’

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের আসামে ভোররাতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সোমবার ভোর ৪টা ১৭ মিনিট ৩৮ সেকেন্ডে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর কয়েক সেকেন্ড পর দ্বিতীয়বার ভূমিকম্পে অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৪ দশমিক ৯। দুটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্য।

ইউজিএসের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তি আসামের ধিং এলাকায়। এটি উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত