চরচা ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার বিশ্বজুড়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এআই-এর অপব্যবহার এখন বৈশ্বিক মাথাব্যথা।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘ইন্টিগ্রেশন অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন আপকামিং ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন টু কাউন্টার মিসইনফরমেশন অ্যান্ড ডিজইনফরমেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে বিশেষজ্ঞদের কাছে বাস্তবভিত্তিক পরামর্শ চেয়েছেন সিইসি। বিশেষভাবে একটি ২৪ ঘণ্টা সক্রিয় মনিটরিং সিস্টেম তৈরির ওপর জোর দেন তিনি। তার মতে, গভীর রাতেও উদ্ভূত মিথ্যা বা বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্ত ও মোকাবিলা করার জন্য এই ব্যবস্থা জরুরি।
সিইসি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন প্রক্রিয়ায় এআই যুক্ত করার উদ্যোগ নিয়েছে।তথ্য যাচাই, সেলের কাঠামো, প্রয়োজনীয় জনবল এবং পাহাড়ি বা দ্বীপ এলাকার মতো দুরূহ স্থান থেকে উৎপন্ন ভুল তথ্য পর্যবেক্ষণের চ্যালেঞ্জ মোকাবিলায় সুস্পষ্ট প্রস্তাবনা চেয়েছেন। তিনি আশা করেন, এই কর্মশালার সুপারিশ সমূহ ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে আরও সুষ্ঠু ও বিশ্বস্ত করতে সহায়ক হবে।
সেমিনারটির আয়োজন করে নির্বাচন কমিশন আইডিয়া প্রজেক্ট ও সিবিটিইপি প্রজেক্ট। অনুষ্ঠানটিতে সিইসিসহ চারজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার বিশ্বজুড়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এআই-এর অপব্যবহার এখন বৈশ্বিক মাথাব্যথা।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘ইন্টিগ্রেশন অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন আপকামিং ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন টু কাউন্টার মিসইনফরমেশন অ্যান্ড ডিজইনফরমেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে বিশেষজ্ঞদের কাছে বাস্তবভিত্তিক পরামর্শ চেয়েছেন সিইসি। বিশেষভাবে একটি ২৪ ঘণ্টা সক্রিয় মনিটরিং সিস্টেম তৈরির ওপর জোর দেন তিনি। তার মতে, গভীর রাতেও উদ্ভূত মিথ্যা বা বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্ত ও মোকাবিলা করার জন্য এই ব্যবস্থা জরুরি।
সিইসি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন প্রক্রিয়ায় এআই যুক্ত করার উদ্যোগ নিয়েছে।তথ্য যাচাই, সেলের কাঠামো, প্রয়োজনীয় জনবল এবং পাহাড়ি বা দ্বীপ এলাকার মতো দুরূহ স্থান থেকে উৎপন্ন ভুল তথ্য পর্যবেক্ষণের চ্যালেঞ্জ মোকাবিলায় সুস্পষ্ট প্রস্তাবনা চেয়েছেন। তিনি আশা করেন, এই কর্মশালার সুপারিশ সমূহ ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে আরও সুষ্ঠু ও বিশ্বস্ত করতে সহায়ক হবে।
সেমিনারটির আয়োজন করে নির্বাচন কমিশন আইডিয়া প্রজেক্ট ও সিবিটিইপি প্রজেক্ট। অনুষ্ঠানটিতে সিইসিসহ চারজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

১৯৯১ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে এবং উত্তরণের জন্য রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার।