নেপালের প্রধানমন্ত্রী হতে চান জেন-জি নেতা বালেন শাহ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নেপালের প্রধানমন্ত্রী হতে চান জেন-জি নেতা বালেন শাহ
কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ। ছবি: রয়টার্স

নেপালের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে তরুণ নেতৃত্বের উত্থানে। আসন্ন মার্চের সংসদ নির্বাচনের আগে দেশটির জনপ্রিয় দুই তরুণ নেতার জোট পুরোনো রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জেনারেশন জেড (জেন জি) আন্দোলনের পর প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন সাবেক র‍্যাপার ও বর্তমান কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ, যিনি ’বালেন’ নামে বেশ পরিচিত।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার বালেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে (আরএসপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। দলটির নেতৃত্বে রয়েছেন সাবেক টেলিভিশন উপস্থাপক ও রাজনীতিবিদ রবি লামিচানে। দুই নেতার মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, আরএসপি নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন ৩৫ বছর বয়সী বালেন শাহ, আর দলের প্রধান হিসেবে থাকবেন ৪৮ বছর বয়সী লামিচানে।

এই জোটের দুই নেতাই গত সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী জেন জেড আন্দোলনের দাবিগুলো বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। গত সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী ওই আন্দোলনে ৭৭ জন নিহত হন এবং এর জেরে সাবেক প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি পদত্যাগ ঘটে।

আন্দোলনের সময় বালেনকে প্রকাশ্যে খুব কম দেখা গেলেও সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন এবং তরুণদের নেতা হিসেবে পরিচিতি পান।

বিশ্লেষক বিপিন অধিকারী বলেন, আরএসপির জন্য এটি অত্যন্ত কৌশলগত সিদ্ধান্ত। বালেনের সঙ্গে তরুণ ভোটারদের সমর্থন যুক্ত হওয়ায় অন্যান্য দলগুলো তাদের ভোটব্যাংক হারানোর আশঙ্কায় ভুগছে।

নেপাল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ৩ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার নির্বাচনে ভোট দিতে পারবেন। সাম্প্রতিক আন্দোলনের পর প্রায় ১০ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে, যাদের বেশিরভাগই তরুণ।

তবে এই জোট নিয়ে সমালোচনাও রয়েছে। বালেনের আন্দোলনে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। পাশাপাশি আরএসপি নেতা লামিচানে সমবায় তহবিল অপব্যবহারের মামলায় জামিনে রয়েছেন।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে ক্ষমতার পালাবদল করা নেপালি কংগ্রেস ও সিপিএন-ইউএমএল এই জোটকে গুরুত্ব দিতে নারাজ। নেপালি কংগ্রেসের মুখপাত্র প্রকাশ শরণ মহাত বলেন, তারা বিতর্কিত নেতা। এই জোটে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন হবে বলে আমরা মনে করি না।

সম্পর্কিত