চরচা ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে একটি প্রস্তাব পাস হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি রাষ্ট্র অস্বীকারের এক দিনেরও কম সময়ের মধ্যে এ প্রস্তাব পাস হলো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে প্রস্তাবটি ১৪২ ভোটে পাস হয়। এর বিপক্ষে ১০টি দেশ ভোট দেয়, যার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র রয়েছে। প্রস্তাবে গাজা যুদ্ধ বন্ধ, দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ এবং হামাসকে সব জিম্মি মুক্তি দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গাজায় শাসন বন্ধ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে এ প্রস্তাবটি সৌদি আরব ও ফ্রান্সের পক্ষ থেকে উত্থাপন করা হয়। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি-ফরাসি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শীর্ষ সম্মেলনে আরও দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে একটি প্রস্তাব পাস হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি রাষ্ট্র অস্বীকারের এক দিনেরও কম সময়ের মধ্যে এ প্রস্তাব পাস হলো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে প্রস্তাবটি ১৪২ ভোটে পাস হয়। এর বিপক্ষে ১০টি দেশ ভোট দেয়, যার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র রয়েছে। প্রস্তাবে গাজা যুদ্ধ বন্ধ, দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ এবং হামাসকে সব জিম্মি মুক্তি দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গাজায় শাসন বন্ধ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে এ প্রস্তাবটি সৌদি আরব ও ফ্রান্সের পক্ষ থেকে উত্থাপন করা হয়। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি-ফরাসি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শীর্ষ সম্মেলনে আরও দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।