দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে: ফয়জুল করিম

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে: ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ছবি: চরচা

বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। আজ মঙ্গলবার বরিশাল প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ফয়জুল করিম বলেন, “প্রশাসনকে কেউ মানছে না। ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা না করা গেলে দেশের ভবিষ্যৎ ও ভূখণ্ড নিয়ে শঙ্কা রয়েছে।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে ভোটার ও প্রার্থী কেউই নিরাপদ নয়। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। তা না হলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

নির্বাচন প্রসঙ্গে ফয়জুল করিম আরও বলেন, “নির্বাচনে যেন পেশিশক্তি ও কালো টাকা ব্যবহার না হয়।”

কোনো চাঁদাবাজ ও চাঁদার ভোট না দিয়ে দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফয়জুল করিম।।

সম্পর্কিত