নিউইয়র্ক দেখিয়ে দিয়েছে কীভাবে ট্রাম্পকে হারাতে হয়: মামদানি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নিউইয়র্ক দেখিয়ে দিয়েছে কীভাবে ট্রাম্পকে হারাতে হয়: মামদানি
নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। ছবি: রয়টার্স

মেয়র ভোটে জিতে নিজের বিজয় ভাষণেই ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিয়েছেন জোহরান মামদানি।

স্থানীয় সময় মঙ্গলবার ব্রুকলিনে বিজয় ভাষণে মামদানি বলেন, “ডোনাল্ড ট্রাম্প, আমি যত দূর জানি, আপনি দেখছেন। আমি আপনাকে চারটি শব্দ বলব: টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।”

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র ট্রাম্পের উদ্দেশে আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পকে কীভাবে হারাতে হয় তা নিউইয়র্ক দেখিয়ে দিয়েছে। আমি দুর্নীতির সংস্কৃতির অবসান ঘটাব ,যা ট্রাম্পের মতো বিলিয়নেয়ারদের কর ফাঁকি দিতে এবং কর ছাড়ের সুযোগ করে দিয়েছে।

নিজের বাবা-মায়ের উদ্দেশে মামদানি বলেন, “আমার মা-বাবা, আমি তোমাদের ছেলে হতে পেরে খুব গর্বিত...আমি তরুণ, এবং আমি একজন মুসলিম। মুসলিম হওয়ার জন্য আমি ক্ষমা চাইতে রাজি নই।”

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মামদানির নির্বাচনী প্রচারের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এমনকি তিনি নিজ দলের প্রার্থীকে বাদ দিয়ে স্বতন্ত্রপ্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন জানিয়েছেন।

জোহরান যখন তার বিজয়ী ভাষণে ট্রাম্পকে নিয়ে কথা বলছেন সে সময় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “…এবং এবার এটা শুরু হলো!”

সম্পর্কিত