চরচা ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার দীর্ঘদিন কারাগারে থাকা বন্দীদের সাজা কমানোর পরিকল্পনা করছে।
আজ রোববার সচিবালয়ে সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, বৃদ্ধ ও নারীরা বিশেষভাবে বিবেচিত হবেন; ২০ বছর কারাভোগকারী নারীরা মুক্তি পেতে পারেন। পুরুষদের ক্ষেত্রে ছাড়ের মেয়াদ এখনও নির্ধারণ হয়নি।
ফরিদপুরের দুই ইউনিয়ন সংক্রান্ত বিতর্কের ফলে জনদুর্ভোগ চলছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত; সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। এ পরিস্থিতি আজকের মধ্যে সমাধান না হলে আইন প্রয়োগ করা হবে বলেও সতর্ক করে দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার দীর্ঘদিন কারাগারে থাকা বন্দীদের সাজা কমানোর পরিকল্পনা করছে।
আজ রোববার সচিবালয়ে সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, বৃদ্ধ ও নারীরা বিশেষভাবে বিবেচিত হবেন; ২০ বছর কারাভোগকারী নারীরা মুক্তি পেতে পারেন। পুরুষদের ক্ষেত্রে ছাড়ের মেয়াদ এখনও নির্ধারণ হয়নি।
ফরিদপুরের দুই ইউনিয়ন সংক্রান্ত বিতর্কের ফলে জনদুর্ভোগ চলছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত; সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। এ পরিস্থিতি আজকের মধ্যে সমাধান না হলে আইন প্রয়োগ করা হবে বলেও সতর্ক করে দেন তিনি।