চরচা প্রতিবেদক


মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষের প্রভাব ছড়িয়ে পড়েছে বাংলাদেশ সীমান্তে, সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক। নাফ নদীর ওপার থেকে ছোড়া গুলি ও ল্যান্ডমাইন বিস্ফোরণে শিশুসহ দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি, গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন সশস্ত্র সদস্যদে

আর্কটিক অঞ্চলের গলতে থাকা বরফ এক নতুন ভূরাজনীতির ছক সামনে আনছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া–সবাই চায় এর দখল নিতে, কীন্তু কে জিতবে? আর্কটিকের এই রাজনীতির সাথেই কি জড়িয়ে আছে ভেনেজুয়েলার বিষয়টি? পশ্চিম গোলার্ধের দখল কেন চাইছে যুক্তরাষ্ট্র? এ নিয়ে চরচার ধারাবাহিক ভূরাজনীতির খেল…