
আমেরিকা-ভেনেজুয়েলা দ্বন্দ্বে ক্যারিবিয়ানে উত্তেজনা তীব্র হচ্ছে। মার্কিন সামরিক হামলার ইঙ্গিতে বিক্ষোভকারীদের ক্ষোভ বাড়ছে। প্রাকৃতিক সম্পদ দখলের অভিযোগে সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো শান্তি বার্তা দিতে সংগীতের তালে নেচে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তার সমর্থক ও কর্মকর্তা মহলও এ উৎসবে অংশ নেন। এ সময় তিনি ভেনেজুয়েলার প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিশ্রুতি দেন।

মাদক পাচারের অভিযোগে ক্যারিবীয় অঞ্চলে নৌযানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এসব নৌযান ভেনেজুয়েলার দাবি ট্রাম্প প্রশাসনের। এবার একই অভিযোগে কারাকাসে খুব শিগগিরই স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলা ও আমেরিকার উত্তেজনার মধ্যে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের বিষয়টি সামনে এসেছে। প্রথমে এই খবর আসে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে। তাদের প্রতিবেদনে বলা হয়েছিল, চলতি মাসের শুরুর দিকে মাদুরোর সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানে দুই দেশের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হয়।

ফোনালাপ ফাঁস
সাম্প্রতিক এক ফোনালাপে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অবিলম্বে ক্ষমতা ছাড়ার’ আল্টিমেটাম দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা প্রত্যাখ্যান করে মাদুরো ‘বৈশ্বিক দায়মুক্তি’ দাবি করেছেন বলে জানা গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরো সরকারের বিরুদ্ধে ‘নার্কোটেররিস্ট’ কার্টেল পরিচালনার অভিযোগ এনেছেন। গত শনিবার তিনি ঘোষণা দেন, ভেনেজুয়েলার আকাশসীমা “সব এয়ারলাইন, পাইলট, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের” জন্য বন্ধ করে দেওয়া হবে।

ভেনেজুয়েলা আবারও আমেরিকার বিরুদ্ধে তাদের তেল-সম্পদ দখলের চেষ্টার অভিযোগ তুলেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতা সৃষ্টি করেছে। ওপেক বৈঠকে ডেলসি রদ্রিগেসের বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের সঙ্গে ফোনালাপ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

রয়টার্সের বিশ্লেষণ
মাদুরো সরকার ঘোষণা দিয়েছে, আমেরিকা হামলা চালালেও তারা প্রতিহত করতে প্রস্তুত। কিন্তু ভেনেজুয়েলা কি সত্যিই যুক্তরাষ্ট্রের হামলা বা আগ্রাসন ঠেকাতে প্রস্তুত? তাদের সামরিক সক্ষমতাই বা কতটুকু? এ নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা।

রয়টার্সের বিশ্লেষণ
মাদুরো সরকার ঘোষণা দিয়েছে, আমেরিকা হামলা চালালেও তারা প্রতিহত করতে প্রস্তুত। কিন্তু ভেনেজুয়েলা কি সত্যিই যুক্তরাষ্ট্রের হামলা বা আগ্রাসন ঠেকাতে প্রস্তুত? তাদের সামরিক সক্ষমতাই বা কতটুকু? এ নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা।

আমেরিকার এফএফএ-এর সতর্কবার্তার পর বেশ কয়েকটি প্রধান আন্তর্জাতিক এয়ারলাইনস ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে।পরবর্তীতে ভেনেজুয়েলা ওই ছয়টি প্রধান আন্তর্জাতিক এয়ারলাইনসের পরিচালনার অধিকার বাতিল করে দেয়।

আমেরিকার এফএফএ-এর সতর্কবার্তার পর বেশ কয়েকটি প্রধান আন্তর্জাতিক এয়ারলাইনস ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে।পরবর্তীতে ভেনেজুয়েলা ওই ছয়টি প্রধান আন্তর্জাতিক এয়ারলাইনসের পরিচালনার অধিকার বাতিল করে দেয়।

আমেরিকা–ভেনেজুয়েলা উত্তেজনার মধ্যেও পোর্ট অব স্পেনে পর্যটক ও স্থানীয়দের মধ্যে তেমন উদ্বেগ নেই। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক তৎপরতা নিয়েও ক্যারিবীয় দ্বীপে জীবন চলছে স্বাভাবিক ছন্দে।

আমেরিকা–ভেনেজুয়েলা উত্তেজনার মধ্যেও পোর্ট অব স্পেনে পর্যটক ও স্থানীয়দের মধ্যে তেমন উদ্বেগ নেই। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক তৎপরতা নিয়েও ক্যারিবীয় দ্বীপে জীবন চলছে স্বাভাবিক ছন্দে।