ভারত-চীন– দুই প্রতিবেশী দেশের সম্পর্ক খারাপ হওয়ার পেছনের কারণ কি বাজার নিয়ন্ত্রণ? নাকি ব্রিটিশদের করা বিভাজন? ব্রিটিশদের সীমানা রেখা কীভাবে দেশগুলোর ভেতর সীমান্ত সংকট তৈরি করেছে—এসব নিয়ে চরচা সম্পাদক সোহরাব হাসান কথা বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক বদরুল আলম খানের সঙ্গে।