
আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হতে কোনো বাধা নেই। আজ বুধবার দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধন বাতিল করে ১৯৭২ সালের অবস্থায় ফিরিয়ে আনেন। সংশ্লিষ্টরা বলছেন, এ রায়ের ফলে বিচার বিভাগের স্বাধীনতা আরও সুদৃঢ় হবে।