জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ফাইল ছবি

হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী।

রোববার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক আফরোজা তানিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

আমিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে গত ২৪ মার্চ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় মামলা দায়ের করেন।মামলায় মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীকে আসামি করা হয়।

গত ৩ নভেম্বর মামলাটিতে মেহজাবীনের আদালতে হাজির হওয়ার কথা ছিল। তবে তিনি আদালতে হাজির না হওয়ায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক আফরোজা তানিয়া তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

সম্পর্কিত