নেপালের জেন-জি'দের বিক্ষোভে নিহতদের স্বজনেরা জানিয়েছেন, শহীদ স্বীকৃতি, রাষ্ট্রীয় মর্যাদা এবং সচিব পর্যায়ের পেনশন না দেওয়া পর্যন্ত তাঁরা প্রিয়জনদের মরদেহ গ্রহণ করবেন না। আহতদের সঙ্গে মিলিত হয়ে তাঁরা একটি সংগ্রাম কমিটি গঠন করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, রোববার পরিবারগুলো প্রধানমন্ত্রী সুশিলা কার্কির বাসভবনের সামনে সমবেত হয়ে সরাসরি সাক্ষাতের অপেক্ষা জানিয়েছেন। কামাল সুবেদী নামের একজন নিহতের আত্মীয় বলেন, শনিবার মৌখিক চুক্তি হয়েছিল, লিখিত প্রতিশ্রুতি রোববারের মধ্যে আশা করা হয়েছিল।
পরিবারের দাবি—নিহতদের শহীদ ঘোষণা, রিং রোডে রাষ্ট্রীয় শবযাত্রা এবং আর্থিক সহায়তার পাশাপাশি সচিব পর্যায়ের পেনশন। প্রধানমন্ত্রীর ঘোষিত ক্ষতিপূরণ যথেষ্ট নয় বলে তাঁরা মনে করছেন।