মেট্রোরেলের ‘বিয়ারিং প্যাড’ খুলে পড়ে একজন নিহত, চলাচল বন্ধ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মেট্রোরেলের ‘বিয়ারিং প্যাড’ খুলে পড়ে একজন নিহত, চলাচল বন্ধ
মেট্রোরেল। ছবি: বাসস

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের কাছে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মেট্রোরেলের পিলারের মাঝখানে থাকা একটি 'শক অ্যাবজরভার' আকস্মিকভাবে খুলে নিচে পড়ে গেলে এ ঘটনা ঘটে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মেট্রো লাইনের পিলারের স্প্রিংয়ের উপর বসানো ভারী রাবারের অংশটি খুলে ফুটপাতে এসে পড়ে। ঘটনাটির পরে মেট্রো চলাচল সাময়িক বন্ধ রয়েছে। নিহত আবুল কালাম আজাদ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বাসিন্দা।

তেজগাঁও থানার পরিদর্শক আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে চরচাকে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে। কী কারণে এত ভারী যন্ত্রাংশটি খুলে পড়ল, তা তদন্ত করে দেখা হবে।

সম্পর্কিত