আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের ঘটনা গুজব: কারা কর্তৃপক্ষ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের ঘটনা গুজব: কারা কর্তৃপক্ষ
আতাউর রহমান বিক্রমপুরী। ছবি: ফেসবুক

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–১ এ আটক আতাউর রহমান বিক্রমপুরীকে মারধর করার খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিমূলক বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তিনি সুস্থ আছেন বলেও নিশ্চিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি কনটেন্টে দাবি করা হয় যে, কারাগারে অন্যান্য কয়েদি বা হাজতিরা ‘জঙ্গিবাদ’ সংক্রান্ত উদ্ধৃতি উল্লেখ করে আতাউর রহমান বিক্রমপুরীকে মারধর করে। তবে বাস্তবে এ ধরনের কোনো ঘটনা কারাগারে ঘটেনি।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আতাউর রহমান বিক্রমপুরী বর্তমানে কারাগারে নিরাপদ ও সুস্থ আছেন। একটি চক্র দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মনে করছে তারা।

এ ধরনের গুজব ও অপপ্রচার থেকে সচেতন থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তিন মাসের আটকাদেশসহ গতকাল বৃহস্পতিবার আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–১, গাজীপুরে পাঠানো হয়।

সম্পর্কিত