রাজধানীতে ভূমিকম্পে কমপক্ষে ১৪টি ভবনের ক্ষতি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে ভূমিকম্পে কমপক্ষে ১৪টি ভবনের ক্ষতি
ভূমিকম্পে রাজধানীতে বেশকিছু ভবনের ক্ষতি হয়েছে। ছবি: রয়টার্স

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয় । রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চলের বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছ। এর মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ১৪টি ভবনের।

ভূ-কম্পনের স্থায়িত্ব মাত্র কয়েক সেকেন্ডের হলেও দেশের বিভিন্ন এলাকার বহু ভবনে ফাটল দেখা দিয়েছে, কোথাও আবার খসে পড়েছে পলেস্তারা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রাপ্ত তথ্য বলছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শহরের ১৪টি ভবন। এই ভবনগুলো মালিবাগ চৌধুরীপাড়া, আরমানিটোলা, স্বামীবাগ, বনানী, কলাবাগান, বসুন্ধরা, নদ্দা, দক্ষিণ বনশ্রী, মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, সিপাহীবাগ, মধুবাগ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অবস্থিত।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালের ৫ দশমিক ৭ মাত্রার ভূকম্পনটির উৎপত্তিস্থল ঢাকার খুব কাছে নরসিংদীর মাধবদীতে।

সম্পর্কিত