চরচা ডেস্ক

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্তে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার জরুরি অবতরণ করার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন মেক্সিকো স্টেট সিভিল প্রটেকশন কো-অর্ডিনেটর আদ্রিয়ান হার্নান্দেজ।
Caught in camera : In a tragic development, a Cessna Citation III private jet near Toluca Airport, in San Pedro Totoltepec, State of Mexico.
— FL360aero (@fl360aero) December 15, 2025
The private jet, with registration XA-PRO, carrying 10 people, two pilots and eight passengers, crashed into an industrial warehouse,… pic.twitter.com/ElKVR6Bguc
বার্তা সংস্থা এএফপি জানায়, দুর্ঘটনাটি ঘটে সান মাতেও আতেনকো এলাকায়। এটি একটি শিল্পাঞ্চল। এই এলাকাটি তোলুকা বিমানবন্দর থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত। উড়োজাহাজটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের শহর অ্যাকাপুলকো থেকে উড্ডয়ন করেছিল।
আদ্রিয়ান হার্নান্দেজ জানান, প্রাইভেট জেটটিতে আটজন যাত্রী ও দুজন ক্রু ছিলেন। তবে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর পর্যন্ত মাত্র সাতজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা যায়, উড়োজাহাজটি সম্ভবত একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করছিল। কিন্তু অবতরণের সময় সেটি কাছাকাছি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছাদে আঘাত হানে। এতে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।
সান মাতেও আতেনকোর মেয়র আনা মুনিজ স্থানীয় গণমাধ্যমকে জানান, আগুনের ঝুঁকির কারণে আশপাশের এলাকা থেকে প্রায় ১৩০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্তে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার জরুরি অবতরণ করার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন মেক্সিকো স্টেট সিভিল প্রটেকশন কো-অর্ডিনেটর আদ্রিয়ান হার্নান্দেজ।
Caught in camera : In a tragic development, a Cessna Citation III private jet near Toluca Airport, in San Pedro Totoltepec, State of Mexico.
— FL360aero (@fl360aero) December 15, 2025
The private jet, with registration XA-PRO, carrying 10 people, two pilots and eight passengers, crashed into an industrial warehouse,… pic.twitter.com/ElKVR6Bguc
বার্তা সংস্থা এএফপি জানায়, দুর্ঘটনাটি ঘটে সান মাতেও আতেনকো এলাকায়। এটি একটি শিল্পাঞ্চল। এই এলাকাটি তোলুকা বিমানবন্দর থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত। উড়োজাহাজটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের শহর অ্যাকাপুলকো থেকে উড্ডয়ন করেছিল।
আদ্রিয়ান হার্নান্দেজ জানান, প্রাইভেট জেটটিতে আটজন যাত্রী ও দুজন ক্রু ছিলেন। তবে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর পর্যন্ত মাত্র সাতজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা যায়, উড়োজাহাজটি সম্ভবত একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করছিল। কিন্তু অবতরণের সময় সেটি কাছাকাছি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছাদে আঘাত হানে। এতে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।
সান মাতেও আতেনকোর মেয়র আনা মুনিজ স্থানীয় গণমাধ্যমকে জানান, আগুনের ঝুঁকির কারণে আশপাশের এলাকা থেকে প্রায় ১৩০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের দেওয়া বক্তব্যের কিছু অংশ খণ্ডিতভাবে প্রচার করে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তির সৃষ্টি করছে বলে দাবি করে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০১ শিক্ষক।