সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপন। ছবি: সাউথইস্ট ইউনিভার্সিটি'র সৌজন্যে

মহান বিজয় দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি বুধবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এক বিশেষ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের তাৎপর্য এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম. মোফাজ্জল হোসেন। তিনি মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব।

আলোচনা সভার পর বিজয় দিবসের চেতনাকে সম্মান জানাতে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, অনুষদ সদস্য, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত