হাদি হত্যা: মোটরসাইকেল চালক আলমগীরের ‘ঘনিষ্ঠ সহযোগী’ গ্রেপ্তার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাদি হত্যা: মোটরসাইকেল চালক আলমগীরের ‘ঘনিষ্ঠ সহযোগী’ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে মোটরসাইকেল চালক আলমগীরের ‘ঘনিষ্ঠ সহযোগী’ হিমন রহমান শিকদারকে (৩২) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার সকালে রাজধানীর আদাবর এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, গ্রেপ্তার হিমনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফের আদাবর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে ৩ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। হিমন আবাসিক হোটেলে আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে অপরাধ জগত নিয়ন্ত্রণ করতেন বলেও জানান তিনি।

পুলিশ বলছে, হিমন আদাবর এলাকায় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, হাদিকে হত্যার জন্য যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল, সেটার চালক ছিলেন আলমগীর। এই আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন। হিমনকে জিজ্ঞাসাবাদে আলমগীরের তথ্য পাওয়া যেতে পারেও বলেও আশা করা হচ্ছে।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারের সময় মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। দেশে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

গত ১৮ ডিসেম্বর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়। হাদির মৃত্যুর ঘটনায় মূল সন্দেহভাজন আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছে। এখন পর্যন্ত ১০-১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত