চরচা ডেস্ক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে এক টুইটে এই তথ্য জানায় ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য শীর্ষ নেতারা খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং বাংলাদেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেছেন।
খালেদা জিয়া মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জয়শঙ্কর ভারতের প্রতিনিধি হিসেবে বুধবার খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নেবেন। এই সফরের মাধ্যমে ভারত প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশের একজন প্রভাবশালী নেত্রীর প্রতি সম্মান প্রদর্শন করতে চায়।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং বুধবার সাধারণ ছুটি থাকবে।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে এক টুইটে এই তথ্য জানায় ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য শীর্ষ নেতারা খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং বাংলাদেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেছেন।
খালেদা জিয়া মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জয়শঙ্কর ভারতের প্রতিনিধি হিসেবে বুধবার খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নেবেন। এই সফরের মাধ্যমে ভারত প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশের একজন প্রভাবশালী নেত্রীর প্রতি সম্মান প্রদর্শন করতে চায়।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং বুধবার সাধারণ ছুটি থাকবে।