ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে নির্বাচনী সহিংসতায় নজরুল ইসলাম (৪০) নামের একজন নিহত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর এই সমর্থককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির দলীয় প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির প্রার্থী। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হালুয়াঘাট উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ঘোষগাঁও ইউনিয়নের বাকপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সালমান ওমরের পক্ষে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনের কিছুক্ষণ পরই সেখানে হামলা চালায় একটি দল। কার্যালয়ের সামনে থাকা নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ আসনে উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। বিএনপির দলীয় প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ। এই ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর বলেন, “আমার কার্যালয় উদ্বোধনের পরপরই দলীয় প্রার্থীর সমর্থকেরা হামলা চালায়। এতে আমার এক কর্মী প্রাণ হারিয়েছেন।”
তবে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি যতটুকু জেনেছি, ঘটনাটি পারিবারিক কারণে ঘটেছে। এটিকে রাজনৈতিকভাবে রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অফিস উদ্বোধনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কেউ দোষী হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”