চরচা প্রতিবেদক

শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে আগামীকাল মঙ্গলবার বিকেল তিনটায় রাজধানীর শাহবাগে ‘শহিদী শপথ’ পাঠ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ সোমবার বিকেলে জাতীয় শহিদ মিনারে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল থেকে এ কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেন, “জুলাই আন্দোলনের সব শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শহিদী শপথ পাঠ করব। এই শপথের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা হবে।”
আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, ‘’বিকেল তিনটায় শাহবাগে আমরা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ গ্রহণ করব। এই আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। খুনিদের বিচারের এই লড়াইয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করছি।‘’
এর আগে সোমবার বিকেল তিনটার দিকে শাহবাগে ইনকিলাব মঞ্চের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ থেকে হাদির সমাধিস্থল হয়ে জাতীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনটির নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং বিকেল সাড়ে চারটার দিকে ‘শহিদী শপথ’ পাঠ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এরও আগে দুপুর ১২টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। সেখানে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ১১ দিন পেরিয়ে গেলেও সরকার খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে। বরং পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, “সরকার কখনো বলছে খুনিরা দেশে নেই, আবার কখনো বলছে তারা দেশেই আছে– এই পরস্পরবিরোধী বক্তব্য জনগণের সঙ্গে তামাশার শামিল। ইনকিলাব মঞ্চ দাবি করে, অবিলম্বে একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করতে হবে এবং প্রয়োজনে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নিতে হবে।”
সংগঠনটি সতর্ক করে জানায়, দ্রুত সময়ের মধ্যে তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হলে তারা এক দফা দাবিতে রাজপথে নামবে।

শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে আগামীকাল মঙ্গলবার বিকেল তিনটায় রাজধানীর শাহবাগে ‘শহিদী শপথ’ পাঠ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ সোমবার বিকেলে জাতীয় শহিদ মিনারে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল থেকে এ কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেন, “জুলাই আন্দোলনের সব শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শহিদী শপথ পাঠ করব। এই শপথের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা হবে।”
আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, ‘’বিকেল তিনটায় শাহবাগে আমরা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ গ্রহণ করব। এই আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। খুনিদের বিচারের এই লড়াইয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করছি।‘’
এর আগে সোমবার বিকেল তিনটার দিকে শাহবাগে ইনকিলাব মঞ্চের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ থেকে হাদির সমাধিস্থল হয়ে জাতীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনটির নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং বিকেল সাড়ে চারটার দিকে ‘শহিদী শপথ’ পাঠ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এরও আগে দুপুর ১২টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। সেখানে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ১১ দিন পেরিয়ে গেলেও সরকার খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে। বরং পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, “সরকার কখনো বলছে খুনিরা দেশে নেই, আবার কখনো বলছে তারা দেশেই আছে– এই পরস্পরবিরোধী বক্তব্য জনগণের সঙ্গে তামাশার শামিল। ইনকিলাব মঞ্চ দাবি করে, অবিলম্বে একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করতে হবে এবং প্রয়োজনে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নিতে হবে।”
সংগঠনটি সতর্ক করে জানায়, দ্রুত সময়ের মধ্যে তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হলে তারা এক দফা দাবিতে রাজপথে নামবে।

নিরাপত্তা শঙ্কায় থাকা ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে ‘গানম্যান’ দেওয়ার সিন্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ২০ জনের এই তালিকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাম থাকলেও