চরচা ডেস্ক

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতের অন্যতম বৈশিষ্ট্য ভুয়া খবর ছড়ানো
বাসস জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বর্তমানে ভারতের অন্যতম বৈশিষ্ট্য ভুয়া খবর ছড়ানো। বাংলাদেশে হিন্দুদের ওপর কোনো সহিংসতা হচ্ছে না। সহিংসতার অভিযোগ ভিত্তিহীন।”
জিটিওর প্রধান সম্পাদক মেহেদি হাসান এই সাক্ষাৎকার নেন।
গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত বছর মুহাম্মদ ইউনূসকে দেশের দায়িত্ব নিতে আহ্বান জানায় ছাত্ররা।
প্রধান উপদেষ্টা বলেন, প্রথমে তিনি বিস্মিত হয়েছিলেন এবং দায়িত্ব নিতে চাননি। কিন্তু আন্দোলনকারীদের ত্যাগ দেখে মত বদলান।
সাক্ষাৎকারটি গতকাল সোমবার জিটিও প্রকাশ করেছে।

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতের অন্যতম বৈশিষ্ট্য ভুয়া খবর ছড়ানো
বাসস জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বর্তমানে ভারতের অন্যতম বৈশিষ্ট্য ভুয়া খবর ছড়ানো। বাংলাদেশে হিন্দুদের ওপর কোনো সহিংসতা হচ্ছে না। সহিংসতার অভিযোগ ভিত্তিহীন।”
জিটিওর প্রধান সম্পাদক মেহেদি হাসান এই সাক্ষাৎকার নেন।
গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত বছর মুহাম্মদ ইউনূসকে দেশের দায়িত্ব নিতে আহ্বান জানায় ছাত্ররা।
প্রধান উপদেষ্টা বলেন, প্রথমে তিনি বিস্মিত হয়েছিলেন এবং দায়িত্ব নিতে চাননি। কিন্তু আন্দোলনকারীদের ত্যাগ দেখে মত বদলান।
সাক্ষাৎকারটি গতকাল সোমবার জিটিও প্রকাশ করেছে।