জাতিসংঘের প্রতিবেদন
চরচা ডেস্ক

উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা, ড্রামা দেখাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। দেশটিতে এই অপরাধে মৃত্যুদণ্ডের হার বাড়ছে। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি চলতে থাকলে জনগণ আরও ভোগান্তি ও দীর্ঘমেয়াদি ভয়ভীতি মুখোমুখি হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উনের শাসনের এক দশকে নাগরিকদের জীবন নানা দিক থেকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এসময় উত্তর কোরিয়ায় নজরদারি ও জোরপূর্বক শ্রম বেড়েছে। বহু মানুষ অনাহারে মারা যাচ্ছে।
উত্তর কোরিয়ার রাজনৈতিক কারাগার বন্ধ, মৃত্যুদণ্ড বাতিল এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা, ড্রামা দেখাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। দেশটিতে এই অপরাধে মৃত্যুদণ্ডের হার বাড়ছে। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি চলতে থাকলে জনগণ আরও ভোগান্তি ও দীর্ঘমেয়াদি ভয়ভীতি মুখোমুখি হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উনের শাসনের এক দশকে নাগরিকদের জীবন নানা দিক থেকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এসময় উত্তর কোরিয়ায় নজরদারি ও জোরপূর্বক শ্রম বেড়েছে। বহু মানুষ অনাহারে মারা যাচ্ছে।
উত্তর কোরিয়ার রাজনৈতিক কারাগার বন্ধ, মৃত্যুদণ্ড বাতিল এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

১৯৯১ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে এবং উত্তরণের জন্য রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার।