চরচা প্রতিবেদক

আগামী বছরের প্রথমার্ধে জাতীয় নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই।
আজ রোববার রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন আসিফ নজরুল।
আসিফ নজরুল বলেন, ‘‘নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি, রাজনৈতিক দলগুলো একে-অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের ওপর চাপ সৃষ্টির জন্য কিছু কিছু কথা বলে। আবার কিছু কিছু কথা জেনুইনলিও বলে। কিছু কথা শুনে মনে হয়, নির্বাচন নিয়ে হয়তো আশঙ্কা আছে।’’
সবাইকে আশ্বস্ত করে আসিফ নজরুল বলেন, ‘‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করতে বদ্ধপরিকর। নির্বাচনকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না।’’
আইন উপদেষ্টা বলেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, রাজনৈতিক দলগুলোও নির্বাচনের সংস্কৃতিতে বিশ্বাস করে।’’

আগামী বছরের প্রথমার্ধে জাতীয় নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই।
আজ রোববার রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন আসিফ নজরুল।
আসিফ নজরুল বলেন, ‘‘নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি, রাজনৈতিক দলগুলো একে-অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের ওপর চাপ সৃষ্টির জন্য কিছু কিছু কথা বলে। আবার কিছু কিছু কথা জেনুইনলিও বলে। কিছু কথা শুনে মনে হয়, নির্বাচন নিয়ে হয়তো আশঙ্কা আছে।’’
সবাইকে আশ্বস্ত করে আসিফ নজরুল বলেন, ‘‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করতে বদ্ধপরিকর। নির্বাচনকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না।’’
আইন উপদেষ্টা বলেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, রাজনৈতিক দলগুলোও নির্বাচনের সংস্কৃতিতে বিশ্বাস করে।’’