চরচা ডেস্ক

২০২৬ সালের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। এর আগে নিবন্ধনের শেষ তারিখ ছিল ১২ অক্টোবর। তবে বিশেষ বিবেচনায় সময়সীমা আগামী ১৬ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
১৪ অক্টোবর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য নিবন্ধনের সময় বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় এ বিষয়ে হজে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমের সাথে যুক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে যে, বর্ধিত এই সময়ের মধ্যে যেন সবাই দ্রুত তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে হজ যাত্রা নিশ্চিত করেন।
সৌদি সরকারের ঘোষণা করা হজ রোডম্যাপ অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের শেষ সময় ছিল ১২ অক্টোবর ২০২৫।

২০২৬ সালের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। এর আগে নিবন্ধনের শেষ তারিখ ছিল ১২ অক্টোবর। তবে বিশেষ বিবেচনায় সময়সীমা আগামী ১৬ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
১৪ অক্টোবর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য নিবন্ধনের সময় বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় এ বিষয়ে হজে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমের সাথে যুক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে যে, বর্ধিত এই সময়ের মধ্যে যেন সবাই দ্রুত তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে হজ যাত্রা নিশ্চিত করেন।
সৌদি সরকারের ঘোষণা করা হজ রোডম্যাপ অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের শেষ সময় ছিল ১২ অক্টোবর ২০২৫।